“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

কাবেরির তীরে



ফুলের বাগিচায় হার মানে যুদ্ধ হৃদয়
হৃদয়ের রক্ত বালিয়াড়ি হয়ে গেলে
স্বর্ণ রেণু হাসে দোজখে

অজন্মা মাঠ, ঘুমহীন সুরমা চোখ
গঙ্গা মাটির তিলক, জবাকুসুম আলতা
সব নিলামে কাবেরীর তীরে

বাঁদি বাজারে অক্ষত সলমাচমক চাঁদ

অসূর্যস্পর্শা নারী সেজেছে আজ দুর্গা
রাজা, বাদশার উপাদেয় শরীর

পদ্ম পাতায় ভাসান দেয় শরৎ মেঘ
হৃদয় কর্পূর হয়ে পাড়ি দেয় বান্দার ঘাড়ে
চেপে মরা নদীর কাছে

নিহত গোলাপের কাছে

হৃদয়ের সব রক্ত জমাট বেঁধে গেলে
অসুর নিধন হয়, ত্রিশূল বিঁধে যায়
লাল হৃদয়েই হাজারবার, বারবার

কোন মন্তব্য নেই: