“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

ইচ্ছে

মাকে দিতে পারো একমুঠো আকাশ ?
একটা রক্তিম বিকেল?
পায়ে পায়ে বসন্তেরা ছুটে চলেছে,
নামহীন ঠিকানায়।
হারানো ডাইরির পুড়ে যাওয়া গন্ধে,
দম আটকে গেছে সেই কবে।
তবু একবুক দমকা হাওয়া মাঝে মাঝে,
ইচ্ছে নামের খেয়াতরী ভাসিয়ে দেয়,
মন কালিন্দীর ভরাট জলে।
ঝিঙ্গে ফুলের হাল্কা রঙে ,
স্পষ্ট হয় স্মৃতির ছায়াপথ।
আজন্ম লালিত সাধ,
উঁকি দেয়, শুকতারার রাতজাগা চোখে।

২টি মন্তব্য:

নামহীন বলেছেন...

I will immediately snatch your rss feed as I can not to find your email subscription hyperlink or e-newsletter service. Do you’ve any? Please permit me understand in order that I could subscribe. Thanks.

সুশান্ত কর বলেছেন...

Thank you for your interest. You just check in the sidebar in the left. You will see one gadget prepared by FeedBurner.ই মেইলে গ্রাহক হোন-written on the top in Bengali. Just place of write your mail Id in the blank box under the head 'Enter your email address and click the Subscribe bottom. You are subscribed.