“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২

নোনা ইচ্ছে


গায়ে শ্যাওলা ধরেছে
ইচ্ছে হয় শীলাকে নিয়ে
হানিমুন যাই

ইচ্ছে করে জিরো গ্র্যাভিটিতে
একটা নতুন গ্রহ ছুঁড়ে দিই
নাম রাখি মৃত্তিকা
তোমার নামে।

এরপর যদি চলে খনিজ উল্লাস! অথবা সেন্ট্রাল ব্যুরো
অব ইনভেস্টিগেশানের রেইড
অথবা অকাল নির্বাচন!

বন্ধ হয়ে যেতে পারে নির্গমনের রাস্তা

মহেঞ্জোদারোর সভ্যতায় কাস্তেটা ছিল ভোঁতা

তার চেয়ে ভালো লাল চা, পার্টি অফিসে বসে
চলুক বিসমিল্লা খান কিংবা বীরবিক্রমের বাঁশী

আমার সাদা কালোর সুচিত্রা সেন আজ ঘরবন্দী
ঢের ভালো খুকুমণির গলা সাধা সকালটাই।

৩টি মন্তব্য:

নামহীন বলেছেন...

Cool blog! Is your theme custom made or did you download it from somewhere? A design like yours with a few simple adjustements would really make my blog jump out. Please let me know where you got your design. Kudos

সুশান্ত কর বলেছেন...

Thank you for your linking. You can have every in blog itself , when you will create one. Go to the design menu.

নামহীন বলেছেন...

These are impressive articles. Keep up the sunny handiwork.