“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

নাটোরপার হৈছিলো বাছত(অসমিয়া কবিতা)

সুস্মিতার ঘরলই যাম
মই ভবা নাছিলো
বনলতা সেনর নাটোর
পার হ'ম
সরু নিমাওমাও টাউন
জীবনানন্দই কি কেবল নামর
মাহাত্ম্য দেখিলে
তথাপি মই শিহরিত
মই কিন্তু সুস্মিতাক দেখা পালো
মোক শুধিলে ঃ
'ছার মারিজুয়ানা খান?'




~~~~~~~~~~~
মূল অসমিয়াঃ কবি কিশোর ভট্টাচার্য 
বাংলা অনুবাদ~~নন্দিতা ভট্টাচার্য

 বাসে নাটোর পেরোচ্ছিলাম
~~~~~~~~~

সুস্মিতার বাড়িতে যাব
আমি ভাবিনি
বনলতা সেনের নাটোর
পার হব
ছোট শান্ত টাউন
জীবনানন্দ কি কেবল নামের
মাহাত্ম্য দেখলেন
তবুও আমি শিহরিত
আমি কিন্তু সুস্মিতার দেখা পেলাম
আমাকে জিজ্ঞেস করল ঃ
'স্যার মারিজুয়ানা খান?'

(c) ছবি

কোন মন্তব্য নেই: