“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

মন নিয়ে খেলছ এখন

Broken Heart


ন নিয়ে খেলছ এখন-ঢেউ দেখেছো শুধু
তার ভেতরে, তার ভেতরে অন্ধকারের ভুবন জোড়ে
যে সুর আছে-
শুনতে গিয়ে সুনামিতে কেঁপে উঠলো
একটি সাগর, একটি বাড়ি একটি মানুষ
মন নেবে, মন দিবে--খেলছ কেন
সবুজ আকাশ,অরণ্যানী, নীল সমুদ্র ভোরের আলো
পায়নি তার শেষটি ছিল কোথা
মন যে আগুন, ঝড় এসেছে
আগুন এখন ঝড়কে দারুণ ভালবেসেছে।

কোন মন্তব্য নেই: