কবিতা লেখার আগে ইতিহাস-বই খুলে বসি ।
দেখি তার গলায় ঝোলানো মুণ্ড, মানুষের।
মুখে অট্টহাসি । হাতে রক্ত-ঝরা খড়্গ ধরা ।
লজ্জিত জিহ্বাগ্র বাইরে, যেন শালীনতা।
পায়ের নীচেতে কাটা মানচিত্র , ভাঙা তেল-শিশি ।
ওই মানচিত্র ধরে চলে আসি ভূগোল-বইয়ের কাছাকাছি ।
দেখি তার, কাঁটাতার, চলে-যাওয়া আর অন্য দেশ,
রেল-ঝমাঝম পথে বাউলের অন্তর্যামী গান ।
ওই গান পৃথিবীর কাঁটাতার মানে না হে
ঈশ্বর যে দেশে নেই, ওই গান সে দেশেও যায় ।
কবিতা লেখার আগে গান শুনি, ইতিহাস গানেতে জড়ায় ।
~~~~~0000~~~~~
এ কবিতা এখানেও পড়তে পাবেনঃ ইতিহাস:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন