তুমি লিখে যাচ্ছ কবিতা
শব্দ-সৌধ-বুনট জুড়ে আছে মেঘ
আছে কুয়াশা, আগুন ও উত্তাপ
তোমার খেয়ালিপনায় সব ঘোলাটে সমুদ্দুর
মন-পবনের পান্সি নাও হুড়মুড় দৌড়ে যায়
দূরে, আরও বহুদুরে
কে ডাকে তোকে—আয়
কে বলে তোকে--বস
কে তোকে খোলে দেয় তার শুভ্র বুক
কে আছে কবিতার বিনিময়ে অর্পিত সদা
মেঘ, কোয়াসা অথবা গোমট আগুনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন