অশোক বিজয় রাহা
একটি রাতের একটু দেয়া নেয়া
এই তো হলো শেষ,
আজ সকালে পাহাড়- দেশের মেয়ে।
ছাড়ব তোমার দেশ।
মনের মাঝে ঘরছাড়া কেউ আছে,
চিনি নে কেউ তাকে,
যাবার বেলা বিদায় ব'লে যাবো
ডিহাং নদীর বাঁকে।
দুয়ার ঠেলে একটুখানি হেসে
আবার ফিরে গেলে,
হঠাৎ তুমি এ কী নূতন বেশে
বাহির হয়ে এলে?
বুকে তোমার আগুন-রঙের শাড়ি
আগুন যে ধরালো,
উঠল জ্বলে পাহাড়তলির বনে
বর্শা-ফলার আলো।
কোথায় ছিল সবুজ বনের তলে
ঐ আগুনের শিখা---
জিহ্বা মেলে হাজার বছর ধ'রে
তৃষার মরীচিকা?
ঐ আগুনে পড়ছি তোমার মুখে
তারি অনল-গীতা
জ্বলছে তোমার সর্ব দেহে বুকে
সর্বনাশের চিতা!
একটি রাতের একটু দেয়া নেয়া
এই তো হলো শেষ,
আজ সকালে পাহাড়- দেশের মেয়ে।
ছাড়ব তোমার দেশ।
মনের মাঝে ঘরছাড়া কেউ আছে,
চিনি নে কেউ তাকে,
যাবার বেলা বিদায় ব'লে যাবো
ডিহাং নদীর বাঁকে।
দুয়ার ঠেলে একটুখানি হেসে
আবার ফিরে গেলে,
হঠাৎ তুমি এ কী নূতন বেশে
বাহির হয়ে এলে?
বুকে তোমার আগুন-রঙের শাড়ি
আগুন যে ধরালো,
উঠল জ্বলে পাহাড়তলির বনে
বর্শা-ফলার আলো।
কোথায় ছিল সবুজ বনের তলে
ঐ আগুনের শিখা---
জিহ্বা মেলে হাজার বছর ধ'রে
তৃষার মরীচিকা?
ঐ আগুনে পড়ছি তোমার মুখে
তারি অনল-গীতা
জ্বলছে তোমার সর্ব দেহে বুকে
সর্বনাশের চিতা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন