পৃথিবী নিথর হয়ে উঠছে জানি,
জানি আজ আকাশে অশ্রু, বাতাসে বিষাদ, ।
তবু আমি মনে প্রানে শুষে নিতে চাই ,
একফোঁটা জীবন।
একমুঠো হাসি, এক মুহূর্ত স্বপ্ন।
তাইতো আজও আকাশে চাঁদ উঠে,
প্রজাপতিরা রঙ ছড়ায় ,ফুল ফুটে আঙিনায় ;
সেই একই আশায়।
আবার হারিয়ে যাব তেপান্তরের মাঠে,
ব্যাঙ্গমা - ব্যাঙ্গমীদের সাথে আলাপচারিতায়।
কোনও এক উদাস দুপুরে,
পুরাতনের চিহ্ন মাত্র , বইয়ের ছেঁড়া পাতায়,
স্পষ্ট হয়ে উঠবে সরল ইতিহাস,
হাতের রেখার আঁকা-বাঁকা পথের অন্তরালে ।
ছোট্ট জামায় জড়ানো শীতের সকাল,
লাল ঝুটিতে বাঁধা রঙিন বিকেল।
জেগে উঠবে, পুতুলের জন্মদিনের অর্থহীন উচ্ছাস।
ফিরে আসবে আবার গল্প শোনা রাত,
তারা গুনার ব্যস্ততা, নির্মেঘ আকাশ, ঘুমের গান।
রাত পোহালেই নতুন দিন,
ঝিঁ-ঝিঁ পোকারা ব্যস্ত হয়ে উঠে সূর্য বন্দনার সমবেত সুরে।
লাল ঝুটিতে বাঁধা রঙিন বিকেল।
জেগে উঠবে, পুতুলের জন্মদিনের অর্থহীন উচ্ছাস।
ফিরে আসবে আবার গল্প শোনা রাত,
তারা গুনার ব্যস্ততা, নির্মেঘ আকাশ, ঘুমের গান।
রাত পোহালেই নতুন দিন,
ঝিঁ-ঝিঁ পোকারা ব্যস্ত হয়ে উঠে সূর্য বন্দনার সমবেত সুরে।
২টি মন্তব্য:
বাহ! অপুর্ব!
ধন্যবাদ দাদা
একটি মন্তব্য পোস্ট করুন