।। দেবলীনা সেনগুপ্ত।।
(C)Image:ছবি |
সময়ের
রঙ এখন সিপিয়াএই সিপিয়া রঙের সময়ে
কোন
কথা বোলো না
চুপ
করে থাকো আর
চোখে
রাখো নিরীহ নিরীক্ষণ
সতর্ক
শ্বাপদের মতো
পার
করো প্রহরার ক্ষণ
সমস্ত
প্রশ্নচিহ্ন
বিকলাঙ্গ
ভাসিয়ে দাও
প্রশ্নহীন
আনুগত্যে
নতজানু
সভ্যতার কাছে
শোন,
কথা বোলো না
দেখো,
কথা বোলো না
গুণে
রাখো পাতাদের অসহায় খসে পড়া
তারাদের
অকাল পতন
শস্যক্ষেত্র
জ্বলে গিয়ে বধ্যভূমি হওয়া
ভুলে
যাওয়া অনাবিল স্বাধীন চারণ
এই
বিপ্রতীপ সত্য সব
আগুন
ও লাভা হয়ে
জমা
থাক বুকের ভেতর
ইতিহাসের
পাতায়
লিখো
অসহ্য
উদগীরণ
ঘুমন্ত
আগ্নেয়গিরির
জ্বলন্ত
স্বাক্ষর।
(অন্যদেশ,
ডিসেম্বর,২০১৬)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন