............আমি মানুষ হতে চাই............
কাঁদে হিন্দু,মরিছে হিন্দু--
......মুসলমান মরে তাই,কাঁদে মুসলমান,
মানুষের তরে আজ আর কাঁদে না কেহ--
.....এ আর কিছু নয়,ধর্মের অবদান |
পড়ার অবকাশ নেই,গীতা কোরাণ;
........নিজে ধর্ম সাজাই করে অনুমান,
বিবেকহীন ভাবনায় সাধনার অভিযান--
....মানুষ হয়ে করি তাই,মানুষের অপমান?
এ আর কিছু নয়,ধর্মের অবদান!
আমি চাই না হিন্দু হতে,
.....চাই না আমি,হতে মুসলমান,
আমি চাই ধর্ম মূক্ত পৃথিবী--
.....পীড়া দেয় বুকে,কবর শ্মশান,
চাই না ধর্মের নামে অকাল প্রয়াণ!
......এ আর কিছু নয়,ধর্মের অবদান;
তোমি দেখেছ কি আল্লাহ,দেখেছ ভগবান?
.....আমি দেখেছি মা'য়ের বুকে মৃত সন্তান,
আমি দেখেছি বোনের নগ্ন,নিথর দেহ--
.......উল্লাসে মেতে ওঠা জীবিত পাষাণ!
এ আর কিছু নয়,ধর্মের অবদান;
ধর্ম কিসের,যদি মাগে প্রাণের বলিদান?
.....আমার কাছে ধর্ম নয়,"মানুষ" মহান!
মন্দির মসজিদে পাষণ্ড'রা করিছে ভীড়--
....হাসপাতালেr অভিমুখে আমার অভিযান;
"ভক্তি" নয়,আমার কাছে "সেবা" মহান ||
...............সোজা মজুমদার...............
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন