“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৮ মার্চ, ২০১৫

তুই শুধু তুই


( আমার বন্ধু ও দাদা শিক্ষক নেতা কমরেড হিমাদ্রি শেখর চক্রবর্তীর জীবনাবসানে শ্রদ্ধার্ঘ্য )
।। মনোজিত দত্ত ।।


সময়ের পাতায় পাতায়
অনর্গল ইতিহাস আঁকতিস তুই
আজ তুই নিজেই ইতিহাস ...
 

পাখীর ঠোঁটে রেখে গেছিস
তোর চাওয়া স্বদেশের ঠিকানা
এখানে ওখানে প্রজাপতিরা
তোর স্বাধীনতার স্বপ্ন-রেণু নিয়ে
পরাগ আঁকে ফুলের গর্ভকেশরে
তোর চুপকথার সরব নীরবতা
বাঁচার গান বাঁধে রিক্ত হৃদপিন্ডে
অন্যায় অবিচার অত্যাচারে
তোর আপোসহীন শব্দেরা
মিছিলে মিছিলে শ্লোগানে শ্লোগানে ...


কবে কে জানে –
তোর শিরা উপশিরা ধমনীর রক্তে
বাসা বাঁধে মৃত্যুর ষড়যন্ত্র
শরীর ছুঁতে পারলোনা গড় আয়ু
তবু তোর স্বপ্ন ছুঁয়ে আছে
অনাবৃত মহাকাশের অসীমান্তিকতা
তোর আবেগ ছুঁয়ে আছে
ধূ ধূ সময়ের সবুজ হৃদপিন্ড
তোর উন্মীলিত চোখ ছুঁয়ে আছে
অনেক তারা পেরিয়ে ধ্রুবতারার স্বাতন্ত্র

তুই শুধু তুই
জীবন – মরণ পেরিয়ে ‘তুই শুধু তুই’
শ্বাস – প্রশ্বাস পেরিয়ে ‘তুই শুধু তুই’
জল – আগুন পেরিয়ে ‘তুই শুধু তুই’

কোন মন্তব্য নেই: