“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৪ মার্চ, ২০১৫

আকুলতা


 
(C)Image: ছবি
























।।  সৌম্য শর্মা।।

চোখ বুজলেই কিছু ছবি পাই                         
 ফ্যাকাশে - পুরোনো সাদা কালো ফটোর মতো
কল্পনার  রং  শুকিয়েছে  বহুকাল
ক্যানভাস্ টাও  পাই না আজ অনেক দিন

 হিংসা,  ক্ষমা, ঘেন্না, ভয়  অথবা
                          ভালোবাসার কিছু  কথা
আমৃত্যু আটকে থাকে
বুকের ভিতর

গুহার গভীরে নিশঃব্দ  আর্তনাদ
জ্বালামুখী  হৃদয় একদিন   মানুষ
 চিতায় পোড়ায়  !!






































কোন মন্তব্য নেই: