“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১ মার্চ, ২০১৫

আমার বাংলা স্যার


                                
(প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক হীরেন্দ্র সিন্‌হা প্রয়াত হয়েছেন ২৮শে ফেব্রুয়ারী, ২০১৫। তাঁর সৃজনকর্মের প্রতি অন্তহীন শ্রদ্ধা।)
                          
                 
               
    






।। মনোজিৎ দত্ত ।।           
সেই কবে ... ক্লাস সিক্স থেকে ক্লাস এইট 
তুমি বাংলা পড়াতে ... আজো ছবির মতো
তোমার সরব উচ্চারণে শব্দেরা খেলা করতো
ভাবতাম বড় হয়ে আমি হিরু স্যার হবো ...

হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টে ... নাইন টেন
তোমার বাংলা কবিতার ক্লাস
মনে হতো সব কবিতাই তোমার লেখা
আজো মনে পড়ে হাট কবিতার কথা
ক্লাসরুমটাই যেন একটা গ্রামের হাট  
পরে যখনই এখানে ওখানে গ্রাম্য হাট দেখেছি
মনে হয়েছে - সব চেনা, তোমার সাথে আসা

টা কবিতা লিখেছো জানিনা  ...তবু
শব্দের শরীরে ঘুমিয়ে থাকা কবিতার রাজকন্যে
তুমি আসলেই খুশীতে টগবগ জেগে উঠতো
সে থেকেই তুমি কবি ... তুমি আমার কবিতা

আরও একটু বড় হয়ে --- ক্লাস ইলাভেন টুয়েল্‌ভ
তোমার বাংলা নাটকের ক্লাসে ... মনে হতো
নাটকের সব চরিত্রই তুমি ... তুমিই নাটক

একসময় আমিও শিক্ষকতার পেশায়
তোমাকে দেখতাম
শিক্ষা শিক্ষণ শিক্ষা আন্দোলনে
মিছিল মিটিং- ধর্মঘটে পতাকায়
ভাবতাম আমিও সৈনিক হবো তোমার মতো ...

আরো পরে ... তোমার সহকর্মী
সময়-অসময়ে বৃষ্টি-রোদে তোমার ছত্রছায়াতলে
খুব ... খুব কাছ থেকে তোমাকে দেখা
কত শব্দ কত চিন্তায় আমরা ঋণী
কত নাটক প্রবন্ধ রচনায় ... আমরা ধনী

কচি বয়সের তুমি হওয়ার ইচ্ছে
গুঁজে রেখেছি দুঃসাহসের অন্তরালে ...
এখন জানি সব অঙ্ক নামতায় মিলেনা
পদার্থবিদ্যা-জীববিদ্যা-রসায়নের গবেষনায়  
সব সৃষ্টির ব্যাখ্যা হয়না ... হয় শুধু ইতিহাস
ইতিহাস অনন্তকাল কথা বলে - কথা বলবে
আজ তুমি শেষঘুমে আজ তুমি ইতিহাস ...

কোন মন্তব্য নেই: