॥ নীলদীপ চক্রবর্তী ॥
এই মাঠ পেরিয়ে সোজা চলে যাই
স্বপ্নের মোড়কে ঢাকা পথে
এই মাঠের মাঝখানে নেড়া হয়ে যাওয়া
ঘাসবন ঝলসানো ঠাই টুকুতে দাঁড়াই ।
এই মাঠ পেরিয়ে মিশে যেতে ছুটি ধুসর
দিগন্তে
ঘাসবন ঝলসানো ঠাই পর্যন্ত ছুটে যাই
আমার পড়ে আর আশেপাশে থাকা রাখলেরা
হা মুখে আমায় দেখে স্বপ্নমুগ্ধের মতো –
এই মাঠের মাঝখানে বৃষ্টি ঝরে, সিক্ত করে পুরোনো
মৃত্তিকা
এই মাঠের খা খা রোদে পোড়ে সাওতালির
তামাটে শরীর
এই মাঠ পেরিয়ে ছুটে ছুটে থমকে দাঁড়াতে
হয় –
ফিরতে হয়ে পিছুটানে, সন্ধের কিছুটা আগে ।
বুকের ক্ষয়রোগ আর বার্ধক্যের গ্লানি নিয়ে
মাঠের সীমানার পর্ণ কুঠিরে
স্বপ্নহীন দুঃসহ চোখে অপেক্ষায় থাকে
বৃদ্ধ জনক আর তার একমাঠ ভরা – প্রতীক্ষা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন