“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

রংমাতাল


(C)Image:ছবি

























।। দেবলীনা সেনগুপ্ত।।
ই বউ রং দিবি না?
রং দিয়ে মন ছুঁবি না?
রাখালিয়া বাঁশির সুরে
ফাগ রং ধূলো ওড়ে
মাঠপথে আবির গুঁড়ো
সিঁথি যেমন লাল সিঁদুরে

এই বউ রং দিয়ে যা
রং দিয়ে মন ছুঁয়ে যা
যত রং তোর বসনে
তত রং মন গহনে
একবার ডুব দিয়ে যা
মরমিয়া রং মেখে যা

  এই বউ রং দিবি না?
বেলা  যায় রং দিবি না?
হাটশেষে পথের বাঁকে
বিকিকিনি খেলার ফাঁকে
চাঁদমুখ রঙিন মায়ায়
ফাগুনের উদাস হাওয়ায়
যে আগুন ছড়িয়ে দিল
পিদিমের শান্ত শিখায়
সে আভায় রক্তপলাশ
ফোটে সই তোর কপালে

সই তোর দেহ দেউলে
আজ মোর আবিরখেলা
রংহীন জীবনপালায়
শুরু হোক রঙের মেলা

ও বউ রং দিয়ে যা
ও সখি রং দিয়ে যা
বেলা যায় রং দিয়ে যা
রং দিয়ে মন নিয়ে যা

কোন মন্তব্য নেই: