(C)Image:ছবি |
মনোজিৎ দত্ত
বন্ধুর মুখ দেখি
হাহাকার দেখি
আমি সন্ত্রাস দেখি
প্রতিবাদ দেখি – আগুনে ...
আগুন দেখেছিলাম
পাগলীটার সবে জন্ম নেওয়া
ফুটফুটে মেয়েটার মুখে
মধ্যরাতে ফুটপাতে -
আদর যেখানে অবৈধ ...
প্রতিদিন এই পথ ধরেই
যাওয়া আসা
বড় হচ্ছে মেয়েটা
মধ্যরাতের অবৈধ আদরের
অপেক্ষায় হয়তো ...
কিভাবে যেন অ আ ক খ শিখছে
আম-আপেল-কলা-কমলা শিখছে ...
একদিন অফিস থেকে ফিরছি –
পেছনে থেকে কে যেন
পাঞ্জাবিটায় টান দিলো
তাকিয়ে দেখি ওই মেয়েটা
বললো - ওটা কী?
একটা ছেঁড়া কাগজে
‘স্বাধীনতা’ লিখেছে ও
বললো – আজ শিখেছি
বললাম – ও তুই বুঝবি না
মেয়েটা নাছোড়বান্দা
- বলে যাওনা ওটা কী?
বললাম – ওই যে লিখেছিস
আম-আপেল-কলা-কমলা
ওটা ওসবেরই মতো ...
আবার আগুন দেখলাম –
মেয়েটার মুখে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন