“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫

মেয়েটা


(C)Image:ছবি



























মনোজিৎ দত্ত

ন্ধুর মুখ দেখি
হাহাকার দেখি
আমি সন্ত্রাস দেখি
প্রতিবাদ দেখি আগুনে ...

আগুন দেখেছিলাম
পাগলীটার সবে জন্ম নেওয়া
ফুটফুটে মেয়েটার মুখে
মধ্যরাতে ফুটপাতে -
আদর  যেখানে অবৈধ ...

প্রতিদিন এই পথ ধরেই
যাওয়া আসা
বড় হচ্ছে মেয়েটা
মধ্যরাতের অবৈধ আদরের
অপেক্ষায় হয়তো ...
কিভাবে যেন অ আ ক খ শিখছে
আম-আপেল-কলা-কমলা শিখছে ...

একদিন অফিস থেকে ফিরছি
পেছনে থেকে কে যেন
পাঞ্জাবিটায় টান দিলো
তাকিয়ে দেখি ওই মেয়েটা
বললো - ওটা কী?
একটা ছেঁড়া কাগজে
স্বাধীনতা লিখেছে ও
বললো আজ শিখেছি

বললাম ও তুই বুঝবি না
মেয়েটা নাছোড়বান্দা
- বলে যাওনা ওটা কী?
বললাম ওই যে লিখেছিস 
আম-আপেল-কলা-কমলা
ওটা ওসবেরই মতো ... 

আবার আগুন দেখলাম
মেয়েটার মুখে ...

কোন মন্তব্য নেই: