“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫

দাঁড়ি কাণ্ড

 
(C)Image:ছবি






















।। দেবলীনা সেনগুপ্ত।।
কদিন বললেন অর্জুন মান্না
চারদিকে গোলমাল হতে দিতে চান না-
পড়াশোনা করে তাই তেড়েফুঁড়ে জব্বর
লিখলেন কেতাব এক গদ্য ও পদ্যর-
কী হলে কী হয় আর কী হলে কী হয় না,
সকলেতে 'ওই' চায়, 'এই' কেন চায় না?
চারশো বিরাশি পাতা খান কয় দিস্তা
কাহিনি হরেক রকম টক-ঝাল কিস্‌সা..
লেখা হলে দাঁড়ি দিতে এসে শেষ পৃষ্ঠায়
গালে হাত দিয়ে তিনি পড়ে যান চিন্তায়!
দাঁড়ি কেন দাঁড়িয়ে, শোয় না বা বসে না?
কারণটা খুঁজে খুঁজে করেন গো এষণা
দিন যায় রাত যায় খেটে দাঁড়ি- কান্ডে
দাড়ি গেল গজিয়ে তার মসৃণ গন্ডে!!
গোলমাল ধামাচাপা, দাঁড়ি - শোকে কান্নায়
সেই থেকে খাতা-খোলা অর্জুন মান্নার.....

কোন মন্তব্য নেই: