।। শমীক চৌধুরী ।।
কেউ বলে ফাল্গুন ,
কেউ বলে আগুন ,
কেউ বলে নষ্ট গুনাগুন ;
কেউ শোনে ভ্রমরের গুনগুন !!
তুমি কি কখনো ভেবে দেখেছো ?
তুমি কত টুকু জানো নিজেকে !
যে স্বভাবনা আছে সুপ্ত -
তাকে জাগ্রত করার পথ কেউ বলবে না।
এই পৃথিবী ঈর্ষা ,হিংসা ভালোবাসে।
ক্ষমতার জিমে বাইসেপ ফোলায়
ল্যাটিসের ব্যাপ্তি দখল বোঝায় ।
ধিক , ধিক বলি যারা ঝাঝরা করে এগিয়ে যায়।
সীমানার নিশান পুঁতে। মজ্জায় ব্যথা আজ মানবিকতার।
গরম সেকে নিচ্ছে বসে আরাম কেদারায়।
মিট মিট করছে তার জীবন প্রদীপ।
ভাবছে বসে, যদি হয়; যদি একবার প্রদীপ নেভার আগে -
হে বিদ্রোহী, হে মহা মানব, হে অঙ্গীকার বদ্ধ অষ্টাদশের তরুণ ,
তোমরা ফিরে এস। এ শুধু তোমাদের সৃষ্ঠি পাঠের সময় নয় ;
এই সময় , এই কঠোর, কঠিন , হিংস্র সময় তোমাদের চাইছে।
শেষ বারের মত ঘড়ি বন্ধ হওয়ার আগে।
(C)Image:ছবি |
কেউ বলে ফাল্গুন ,
কেউ বলে আগুন ,
কেউ বলে নষ্ট গুনাগুন ;
কেউ শোনে ভ্রমরের গুনগুন !!
তুমি কি কখনো ভেবে দেখেছো ?
তুমি কত টুকু জানো নিজেকে !
যে স্বভাবনা আছে সুপ্ত -
তাকে জাগ্রত করার পথ কেউ বলবে না।
এই পৃথিবী ঈর্ষা ,হিংসা ভালোবাসে।
ক্ষমতার জিমে বাইসেপ ফোলায়
ল্যাটিসের ব্যাপ্তি দখল বোঝায় ।
ধিক , ধিক বলি যারা ঝাঝরা করে এগিয়ে যায়।
সীমানার নিশান পুঁতে। মজ্জায় ব্যথা আজ মানবিকতার।
গরম সেকে নিচ্ছে বসে আরাম কেদারায়।
মিট মিট করছে তার জীবন প্রদীপ।
ভাবছে বসে, যদি হয়; যদি একবার প্রদীপ নেভার আগে -
হে বিদ্রোহী, হে মহা মানব, হে অঙ্গীকার বদ্ধ অষ্টাদশের তরুণ ,
তোমরা ফিরে এস। এ শুধু তোমাদের সৃষ্ঠি পাঠের সময় নয় ;
এই সময় , এই কঠোর, কঠিন , হিংস্র সময় তোমাদের চাইছে।
শেষ বারের মত ঘড়ি বন্ধ হওয়ার আগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন