বার বার বিফলে যায়
সব প্রতিবাদ এখন একা
বিষণ্ণ বিমর্ষতায়
পথ হারায়
দিশাহারা অন্ধকার
গ্রাস করে সব সূর্যরং
রক্ত ঝরে...
ঝরে চলে অবিরাম
পাহাড় ভৈয়ামে
উপত্যকায় জনপদে
এ কেমন নিষাদ-কথা
লেখা হয় ইতিহাসে?
শঙ্কিত সন্ত্রাসে
জমাট বাঁধে মানবের পাপগাথা
তবুও লুইত বয়
নির্বিকার শীতলতায়
তুহিন জীবনস্রোত
উদ্গ্রীব শুধু
নিজস্ব বেঁচে থাকায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন