(C)Image:ছবি |
।।দেবলীনা সেনগুপ্ত ।।
নন্দিনী,তোর মনে পড়ে
শীত-মাখা রোদে
হেসে ওঠা সেই মাঠ - উঠান?
আচার –বড়ির গন্ধে মেশানো
নতুন বইয়ের সুঘ্রাণ?
সেই স্কুলবেলা
হুটোপুটি খেলা
হেসে কুটিকুটি অকারণ?
লাল-চোখ বা
লাল পেন্সিল
মন মানে না কোন বারণ।
নীল আকাশে
নিঃশেষে ওড়ে
পেটকাটা বা চাঁদিয়াল-
ভো-কাট্টা হলেই
ছুট্টে গিয়ে ধরি
পার হয়ে যাই ঘর-দেয়াল।
পরীক্ষা-শেষে
পুতুলের বিয়ে
ঘাস-পাতার বনভোজ,
মাঝে মাঝে আড়ি
খুনসুটি ভারি
আর সরস্বতী পূজোয় সাজগোজ।
জানি আজ তুই
মহা কেউকেটা
টিভি তে দেখি মুখ তোর,
জ্বলজ্বলে আলো
রঙ জম্কালো
তার পিছে তবু ব্যথা ঘোর..
তোর চোখ দেখে
আমি বুঝি নন্দিনী,
আমার মত তুইও ভালো নেই...
কত কিছু আছে
আমাদের কাছে
মন তবু আর হাসে কই?
অধরা সেই
সোনার খাঁচার
চাবি যে গেল হারিয়ে
নানারং যত
দিন সব মোর
তাতে রইলো না পোষ মানিয়ে
এখনও আকাশে
মেঘ করে আসে
বৃষ্টিও পরে রুমুঝুম্-
রামধনু শুধু
হারিয়ে ফেলেছে
রঙের বাহার—বিল্কুল.
বড় ইচ্ছে করে
তোর হাত ধরে
ফিরে যাই সেই স্মৃতিতে,
টুক্রো-টুক্রো
ছেলেবেলা দিয়ে
মালা গাঁথি বসে দুটিতে...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন