“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৩ জুন, ২০১৪

আত্মরতি


(C)Image:ছবি













।।দেবলীনা সেনগুপ্ত।।


কটা জরুরি কাজের কথা
মনে পড়ে গেল আজ-
যে কথাটা ভুলেছিলাম
বহুদিন ধরে,
আজ মনে পড়ে গেল হঠাৎ।
অম্‌নি দমকা হাওয়া
ধাক্কা দিল বুকের গভীরে
এক তীক্ষ্ণ আলোকরেখা
সুড়ঙ্গ খুঁড়তে থাকলো
চেতনের শেকড়ে...

আজ আর কথালাপ নয়-
আজ ফোন ধরবো না
আন্তর্জালেও বাধা পড়বো না

আজ শুধু নিজের সাথে আলাপন
মুখোমুখি বসে
একজীবনের আদর করবো নিজেকেই
বড় ভালবেসে...।

কোন মন্তব্য নেই: