“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

আত্মজাকে


(C)Image:ছবি


















।।দেবলীনা সেনগুপ্ত।।

মামণি,                            
কেমন আছিস্‌ মা?
শেষবারের মত চলে আসার আগে
বড় ইচ্ছে ছিল তোকে দেখার,
ইচ্ছে হচ্ছিল তোর মুখের ওপর
ঝাম্‌রে পড়া চুলগুলো
দুহাতে আল্‌তো সরিয়ে দিয়ে
চুমু খাবার..সেই ছোট্টবেলার মত..
হল না..
দেখা হল না
কথা হল না
একটু ছুঁয়ে দেওয়াও হল না
আর রেখে যাওয়া হল না কিছুই তোর জন্যে...
এই যে বাড়ি-গাড়ি-অর্থ-ধন
কিছুই তো আমার নয়
কী দিই তোকে বল্‌?
তাই যা শুধু আমার
শুধুই একান্তের আমার
সেটুকুই দিয়ে গেলাম তোকে,
দিয়ে গেলাম জরায়ুর রক্তস্রোতে
অধিকার.... নারীত্বের,মাতৃত্বের
আর নিভৃত যন্ত্রণার মাঝেও
খুশি হয়ে বেঁচে থাকার..

কোন মন্তব্য নেই: