“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১ এপ্রিল, ২০১২

গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলীয় বাংলা লিটিল ম্যাগাজিন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ৭ এবং ৮ এপ্রিল, ২০১২

( ছবিগুলোতে দু'বার ক্লিক করলেই 
 এরা দেখবার মতো বড় হয়ে যাবে)

প্রিয় সতীর্থ,
    আমাদের অভিবাদন গ্রহণ করুন!আনন্দের সঙ্গে জানাই আগামী ৭ ও ৮ এপ্রিল, ২০১২ বাংলা সাহিত্য ও সমাজ ,গুয়াহাটির পক্ষ থেকে উত্তর -পূর্বাঞ্চলীয় বাংলা লিটিল ম্যাগাজিন সম্মেলন আয়োজন করা হয়েছে, এই সমারোহ গুয়াহাটি শহরে অনুষ্ঠিত হবে।
    সম্মেলনে আপনাদের অকুণ্ঠ সহযোগিতা কামনা করি। আপনি আপনাদের পত্রিকা সহ এতে অংশগ্রহণ করবেন বলে আশা রাখি সম্মেলনে অংশ গ্রহণের জন্যে নিয়মাবলী ডাকে পাঠানো হয়েছে। আপনাদের সম্মতি পত্র আমাদের ফিরতি ডাকে পাঠালে বাধিত হব। আমাদের ঠিকানাঃ উত্তর পূর্বাঞ্চলীয় বাংলা লিটিল ম্যাগাজিন সম্মেলন, গুয়াহাটি,২০১২ ; গিয়াহাটি ডেয়ারীর পেছনে; প্রথম তল এম এল নেহরু রোড;পান বাজার গুয়াহাটি-১
 বিনত
পার্থ ঘোষ এবং প্রসূন বর্মণ
যুগ্ম সাধারণ সম্পাদক,
উত্তর পূর্বাঞ্চলীয় বাংলা লিটিল ম্যাগাজিন সম্মেলন,গুয়াহাটি,২০১২

যোগাযোগঃ
সভাপতিঃ             উষারঞ্জন ভট্টাচার্য, ৯৪৩৫৫-৪০৮১৩;
কার্যকরী সভাপতিঃ  গৌতম বন্দ্যোপাধ্যায়, ৯৪৩৫০-১০৬৩২;
সহ-সভাপতিঃ        সৌমেন ভারতীয়া, ৯৪৩৫০-১০৬৩২;
যুগ্ম-সাধারণ সম্পাদকঃ পার্থ ঘোষ,৯৪৩৫১-১৪২০৬;
                       এবং প্রসূন বর্মণ,৯৮৬৪০-৭১০৬৭;
মুখ্য-সমন্বয়কারীঃ সঞ্জয় চক্রবর্তী, ৯৮৬৪২-৬৩৩৭০।

                               ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

সংবাদ সংযোজনঃ এই সম্মেলনে দুটো জাতীয় আলোচনা চক্রও অনুষ্ঠিত হচ্ছে পূর্বোত্তরের বাংলা সাহিত্য এবং লিটিল ম্যাগাজিন নিয়ে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি জয় গোস্বামী, নবারুণ ভট্টাচার্য এবং লিটিল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সন্দীপ দত্ত। ৭ এপ্রিল সন্ধ্যে বেলা অনুষ্ঠিত হবে জয় গোস্বামীর সঙ্গে এক অন্তরঙ্গ আলাপের অনুষ্ঠানও।

কোন মন্তব্য নেই: