“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

অপার বাঙলার জন্যে

পার বাঙলার জন্যে,  ছোট্ট একটি প্রয়াস,আমার তৈরি ছোট্ট একটি ভিডিও ," রেইনি ডে " গানটির সাথে।

২টি মন্তব্য:

Indira Mukhopadhyay বলেছেন...

ও তার মানে আপনি অপার বংলার এই প্রতিযোগিতায় অংশ নিলেন বুঝি? বাঃ বাঃ বেশ বেশ! প্রথম কাজ হলেও দারুন হয়েছে । গানটির সাথে সামঞ্জস্য রেখে । গানটি কি পৃথিরাজ চৌধুরী গেয়েছেন ? লিরিকও তো ওনার লেখা ?

সুশান্ত কর বলেছেন...

আমি না , এটা চন্দ্রাণীর কাজ। আপনার বাকি প্রশ্নের উত্তর হ্যা। আপনিও যোগ দিয়ে দিন। রাহুলকে বলুন নতুবা।