হাঁড় কাপানো শীতে
ফুটে উঠে
গোলাপ|
গোলাপে
মুখ রেখে
খোঁজ পেলাম
জোত্স্না|
আকাশের দিকে দৃষ্টি দিয়ে
দেখলাম তোমাকে
শুধু তোমাকে|
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মূল অসমিয়া :
গোলাপ
হিম চেঁচা শীততো
ফুলি উঠে
গোলাপ|
গোলাপত
মুখ থৈ
বিচাৰি পালো
জোনাক|
আকাশলৈ চাই দেখিলো
তোমাক
মাথো তোমাক...
___________________
মূল অসমিয়া এবং বাংলা অনুবাদ দুইই ঃ মনোহৰ দত্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন