( কবি অনির্বাণ ধরিত্রীপুত্র বাংলাসাহিত্যের একজন অগ্রগণ্য কবি। অনুবর্তন বলে একটি কাগজের সম্পাদনার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে প্রবল নিষ্ঠার সঙ্গে জড়িত। তার পরেও যখন এমন কবিতা লেখেন তখন তা নিশ্চয় কোনো গূঢ় বাস্তবতার দিকে ইঙ্গিত করে। সেই কথা ভেবেই মনে হলো এটি সংরক্ষণ যোগ্য এবং আরো বহু পাঠককে পড়ানোর মতো কবিতা । এই নিয়ে একটা ফেসবুক আড্ডা ,যেখানে আমি , দেবাশিস তরফদারও যোগ দিয়েছিলাম , এখানে পড়তে পাবেন হয়তো )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন