“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

সেনাবাহিনি বিশেষ আইন,ইরোম শর্মিলার লড়াই এবং বরাক উপত্যকাতে ঝাড়খন্ডি আদিবাসি চাশ্রমিকদের দুর্দশা

সেনাবাহিনি বিশেষ আইন প্রত্যাহার এবং ইরোম শর্মিলার লড়াই নিয়ে  নিয়ে আজকের ( ০৮-০১-২০১১) দৈনিক যুগশঙ্খে দুটো মূল্যবান লেখা বেরিয়েছে। সেই সঙ্গে বরাক উপত্যকাতে ঝাড়খন্ডি আদিবাসি চাশ্রমিকদের দুর্দশার বিপরীতে মালিক পক্ষ তথা বাঙালি বাবুদের ঔদাসীন্য নিয়ে একটি মূল্যবান চিঠি। মনে হলো সংরক্ষণ করা উচিত এবং সবাইকে পাঠের শরিক করা উচিত, তাই করা। ছবিগুলোকে দু'বার করে টিপলেই বড় হয়ে যাবে, চাই কি পুরো পর্দাতেও পড়া যাবে।


কোন মন্তব্য নেই: