“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

আমেরিকার বাংলা ব্যান্ড 'অপার বাংলা' আয়োজিতআন্তর্জাতিক মিউসিক ভিডিও প্রতিযোগিতা




         আমেরিকার বাংলা ব্যান্ড অপার বাংলা আয়োজিত এই প্রতিযোগিতায় সকলেই বানাতে পারবেন মিউসিক ভিডিও আমেরিকার বস্টন শহরের বাংলা ব্যান্ড ‘অপার বাংলা’ সম্প্রতি তাদের প্রথম সিডি ‘ইস্ট-ওয়েস্ট মেট্রো’ প্রকাশ করল। এই সিডির গান ইতিমধ্যেই সারা পৃথিবী জুড়ে সাড়া ফেলেছে। লন্ডনের বিবিসি রেডিও, কলকাতার আনন্দবাজার পত্রিকা ও স্টার আনন্দ, সকলেই অপার বাংলার গানের ভূয়সী প্রশংসা করেছেন। এবার অপার বাংলা ব্যান্ড এক অভিনব ‘মিউসিক ভিডিও প্রতিযোগিতার আয়োজন করেছে, যার স্লোগান হল – ‘অপার বাংলার গান, আপনি বানাবেন মিউসিক ভিডিও’।
      অপার বাংলার গান ‘রেইনি ডে’ নিয়ে মিউসিক ভিডিও বানাতে হবে। এই গানটি ‘ইস্ট-ওয়েস্ট মেট্রো’ সিডিতে এবং অনলাইন পাওয়া যাচ্ছে। ভিডিও তৈরি করার জন্য শুধুমাত্র প্রয়োজন একটি সৃজনশীল চিন্তা, কারিগরী দক্ষতার প্রয়োজন নেই। ভিডিও বানান যাবে মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তুলে, হাতে আঁকা ছবি দিয়ে, এনিমেশন দিয়ে বা অন্য যে কোন মাধ্যমে। যারা নাচতে ভালোবাসেন, তারা তৈরি করতে পারেন নাচের ভিডিও, অবশ্যই ‘রেইনি ডে’ গানটিকে ব্যবহার করে। এ ছাড়াও যেকোন মাধ্যমে এই ভিডিও বানান যাবে। ভিডিও তৈরি করে প্রথমেই YouTube-এ পোস্ট করতে হবে , তারপর সেই YouTube ভিডিওর লিঙ্ক ইমেল করতে হবে এই ইমেল ঠিকানায় – apaarbanglaband@gmail.com ভিডিও জমা দেবার শেষ তারিখ হল ফেব্রুয়ারী ৫, ২০১২।
      এই প্রতিযোগিতায় থাকছে আকর্ষনীয় পুরস্কার। প্রথম পুরস্কার হল ৫০০ ডলার। এ ছাড়াও থাকছে আন্তর্জাতিক খ্যাতির সুযোগ। শ্রেষ্ঠ ভিডিও গুলি দেখান হবে আমেরিকার বিভিন্ন শহরে ও ভারত, আমেরিকার এবং বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে। বিশদ জানতে ইমেল করুন এই ঠিকানায় -apaarbanglaband@gmail.com। বা ক্লিক করুন এখানে...


নিয়মাবলীর সঙ্গে পুরো গানটা এখানে এই ভিডিওতেও  শুনতে পারেনঃ



সৌজন্যঃপৃথ্বীরাজ চৌধুরী

অপার বাংলার মূল মানুষ কবি পৃথ্বীরাজের কবিতা শুনুনঃ

২টি মন্তব্য:

Indira Mukhopadhyay বলেছেন...

besh natun dharoner protijogitar khonj pelam... kintu CD ta to agey jogar korte hoto... noito ganti shunbo kamon kore?

সুশান্ত কর বলেছেন...

দু'নম্বর ভিডিওটা শুনুন ওতেই গানটা আছে।