।। সাদিক মোহাম্মদ লস্কর ।।
জানি তুমি বটবৃক্ষের মতো
দুর্বল অথচ দৃঢ় পায়ে
আশ্রয় নিতে চাও এ গাঁয়ে।
ক্ষতি নেই লাগে আপাতত।
তার পর তুমি ধীরে ধীরে
নিজেই় হয়ে ওঠো আশ্রয়,
সুজন কুজনের আলয়
মুখরিত কূজনের ভিড়ে।
আর ততক্ষণে আমি শেষ
আমি নিঃশেষ হয়েই যাই,
তোমার ফুলে ফলে চারায়
থাকে না আমার অবশেষ।
23/6/21
6:30 am
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন