॥নীলদীপ চক্রবর্তী॥
বৃথাই করে চেঁচামেচি সব আহম্মকের দল
মেয়েটি বড়ই বোকা, ভ্রূণে মরে গেলেই পারতো !
তোর মতো কত সদ্যজাতা পৌরসভার নালায়
ফেলে রাখা আছে আস্তাকুঁড়ে
জায়গা কোথায় এত?
যে কটা তবু ঘর পেয়েছে, গঞ্জনাময় পাওয়া-
মা পেয়েছে খুব বকুনি -
থাম্মা পিসির মতো
এরপরেতে স্কুল কলেজ আর অনেকখানি হ্যাপা
পাড়তুতো দাদা দূরতুতো মামা হঠাত্ -
লুকিয়ে আদর করতো !
দেখতে তোকে আসতো যত বোকা বোকা রাজপুত্তুর
জমি জমা নোট গয়নাগটি
এসব ভিক্ষে করতো !
গলির মোড়ে, অন্ধকারে মুর্গী পাঠার মতো
তোর মাংস অনেক মানুষ -
ঠুকরে খেতে চাইত
লজ্জিত যত শেয়াল শকুন রাজপথে মাঠেঘাটে
বিলুপ্তিরই পথ ধরেছে
একদম তোর মতো !
মেয়েটির কবর শ্মশান ভূমি, পুরো দেশটা জুড়ে
সংগ্রামী মেয়ে বড্ড বোকা
ভ্রূণে মরে গেলেই পারতো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন