“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪

সমাপন

(C)Image:ছবি

















।। দেবলীনা সেনগুপ্ত ।।


কদিন মুছে যাবে
সব ক্রোধ, ক্ষোভ, ভীতি
অনুকূল পরিস্থিতি
জাগাবে সুবাতাস-
দারুকার্য্যময় শ্মশানচিতায়
নির্বিকার শেষ
নৃত-অনৃতের দহন-আলোক
সামগান-গাথা-পুণ্যশ্লোক
মৃত্যুর অনির্বাণ শিখায়
আঁকা হোমাগ্নি বার্তা
প্রতিবার অকুণ্ঠ বলে যাবে
সপ্রাণ জীবনের কথা...।

কোন মন্তব্য নেই: