“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২

কবিতার জন্য...















তুমিই না হয় বল,
কতক্ষণ এভাবে একা বসা যায়
শুধু একটা কবিতার জন্য বাসায়
সারাটা বিকেল? তাঁর চেয়ে বরং চলো,

কোথাও বেড়িয়ে আসি। হাতে হাত ধরে
সূর্যাস্তের সাক্ষী হতে আমরা দুজন
চলে যাই দূর সৈকতে যেখানে পাখীর কুজন
অস্তাচলকে আরও মধুময় করে।

কবিতার চেয়েও দামী সে ক্ষণ
বল যদি কিনে দিতে, দিতে পারি তা
জানি সে অমুল্য, যেখানে তুচ্ছ মোর কবিতা
তবু সে দেবো তোমায়, না হয় জীবন রেখে পণ।

শুধু একটা দোহাই, আমায় কবিতা লিখতে বল না।
আমি ভুলে গেছি কবিতার জন্য পূর্ণিমার চাঁদে শব্দ খোঁজা।।

হোস্টেল, ২০০৫

মিফতাহ উদ্দিন

কোন মন্তব্য নেই: