“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১২ নভেম্বর, ২০১২

এম্ব্রয়ডারি















ন্ম নিয়ন্ত্রনের বেলুনের দেয়ালে হাঁসফাঁস করে ভালবাসা
জন বিস্ফোরণ রোধ করার কোন ইকুয়েশান জানা হয় নি আজও
এর চেয়ে ঢের ভালো শীতল পাটিতে কাটাকুটি খেলা
কাস্তে হাতে হেমন্ত ধানের শীষ কাটলেও 
যেমন নিশ্চিহ্ন করা যায় না উর্বর মাটির সুখ
তেমনি নিয়ন্ত্রণ অসম্ভব সোহাগী হৃদয়ের

জামা কেটে সেলাই করে নে হৃদয়টাকে
এম্ব্রয়ডারি করে ভালোবাসার চিহ্ন এঁকে দেবো
তাই নিয়ে সুখে থাকিস অথবা ভুলেই থাকিস

কোন মন্তব্য নেই: