বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
বন্ধু তোকে ভালবেসে
শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
আনন্দে আছো তো?
।। সপ্তর্ষি বিশ্বাস।।
হাতফোনে জানা গেলো ১লা বৈশাখ
এসে গেছে। প্রশ্ন ভেসে এল
"আনন্দে আছো তো?’
"হ্যালো’, "হ্যালো’, "হ্যালো’
বলি, যেন কিছু
শুনতে পাচ্ছিনা।
লাইন কেটে দিয়ে
মনে মনে বলি, বলতে
বাধ্য হই: আনন্দের কথা
যদি বল তাহলে বলতেই হয়
খালি পেটে ‘আনন্দ' হয়না আর
দুঃখের কথাটি এই, যে,
এ গ্রহের
৯৯ দশমিক ৯৯৯
শতাংশের পেটই খালি তবে
বিজ্ঞাপনে আনন্দ প্রভূত আর
তাতেই তাদের আর তোমার আমার
ঢেকে আছে মুখ, মাথা,
বুক, পেট এবং পেটের
নিচের ওই প্রত্যঙ্গটিও।
ভাবি, আমরা কখনো
জালব না আমাদের ক্ষুধার
ভূগোল? খুদার কসম,
আমরা
এভাবেই বিজ্ঞাপনে ছাপা
‘আনন্দ' ও আনন্দ
সংবাদ
গিলে গিলে
তারপর টপকে যাব হোর্ডিং এর ‘মোহিনী আড়ালে'?
খবর জানবে শুধু
কাকে আর চিলে?
সপ্তর্ষি বিশ্বাস
১৫ এপ্রিল ২০২২
বেঙ্গালোর
https://amarsonarbanglaamitomaybhalobasi.blogspot.com/2022/04/blog-post_15.html
বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
আমি ছেলে
।। মিঠুন ভট্টাচার্য ।।
(C) Image:ছবি |
সংবহনে কান্নার প্রবাহ নেই,
সহমর্মিতার গন্ধবোধ নেই।
ধর্ষণের খবরে
লজ্জা রাগ ঘৃণার অনুভূতি
বাতিলের কোঠায় তালাবন্ধ।
অগুনতি ঘটনা কত
দেশীয় লজ্জাভয়ের সামাজিকতায়
আকছার ঘরের মেঝেতে আত্মদহনরত।
ভিখিরি কাগজ
কচিকাঁচাদের সুস্থ করার তাগিদে
ছোট করে শিরোনাম ঢাকে।
রাষ্ট্রযন্ত্রের অনাদৃত বকবক
আমার শ্বেতকণিকায় কাঁপন ধরায়।
আমি নিশ্চিত
হাথরস কিংবা হাঁসখালি
আমার শহর নয়।
আমি কোথাও নেই
কারণ আমি মেয়ে নই।
তাই কি?
জন্মসূত্রটা জানি কি ?
সোমবার, ১১ এপ্রিল, ২০২২
।। রঙিন জীবন ।।
শনিবার, ২ এপ্রিল, ২০২২
ইছামতীর ইচ্ছে
|| মিঠুন ভট্টাচার্য্য ||
(C)Image:ছবি |
একা রাস্তায় হেঁটে যেতে যেতে
ইচ্ছে হল ইছামতীর জলে
সাঁতার কাটি।
ইছামতীর নিঃসঙ্গতার সঙ্গী হই।
মনে হল -
অনেক দেশ, মানুষের চাপ সামলে
সাগর পাড়ি দেবার উদ্দেশ্যে তার যাত্রা।
এত এত জলরাশি,
নৌকো বয়ে নিয়ে চলছে
ইস্পাতের সাঁকোর মাঝখান দিয়ে।
আমার শরীর, প্রাণের অংশীদার
সে হতে চাইবে কি?