.
।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
বিবেকহীন অবচেতনের
কি'বা মূল্য আছে তারই কাছে
সময় অথবা কাজের।
নিজের জন্য ভাবতে ভাবতে
বেলা ও ফুরিয়ে গেলো!
পরিশেষে দৌঁড়ঝাপ, হুড়াহুড়ি
তা'তে কি লাভ হ'লো?
দূরদর্শিতার অভাবে অন্ধকার
বর্তমান ও ভবিষ্যত,
একটা ভুল হয়ত কাঁদানোর মূল
খুঁজে পাবেনা পথ।
নিজের ব্যস্ততা ও নিজের কাজ
পরের জন্য সময় নেই!
বাহিরেও যে এক বিশাল জগৎ
অজ্ঞতায় সীমাবদ্ধ ঘরেই।
চেয়ে দেখো কেমনটা লাভ হলো
করে ক্ষয় দেহের রক্তজল ,
গরমিল শুধু যে জীবনের অঙ্কে
শূন্যতে যার ফলাফল ।
নিজের জীবনটা নিজের হাতেই
করলে তুমি বরবাদ,
বেঁচে থেকেও যে পারলেনা নিতে
এই জীবনের স্বাদ।
৯ অক্টোবর ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি,( আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন