“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ব্ল্যাঙ্ক ভার্সেস

।। অর্পিতা আচার্য ।।



 

 

 

 

 

 

 

 

 ১.

প্রতিটি পরাজয়ের গায়েই আজকাল লিখে রাখি

আমার অক্ষম অস্বীকার


২.

উৎসব পুড়ে গেল।

বাড়বানল থেকে তুলে রাখলাম

কিছু মৃত অঙ্গার


৩.

মণ্ডপের কোনায় দাঁড়িয়ে থাকা 

      কলাবৌয়ের আনত শরীরে

গতকাম নারীটির

ধুনুচি নৃত্যের আঁচ


৪.


সিঁদুর লেপা ঢাকের গায়ে

কাঠির তীব্র আস্ফালন


উফ্ফ্ফ্ফ শব্দে,

কান ফেটে যায়...

৫.

সমস্ত ভুলের ভেতর জেগে থাকে দীর্ঘরাত

একক অরণ্যে 

এসব হিংস্রতার পাশাপাশি 

মর্মর পাতার শব্দ

কোন মন্তব্য নেই: