।। অর্পিতা আচার্য ।।
১.
প্রতিটি পরাজয়ের গায়েই আজকাল লিখে রাখি
আমার অক্ষম অস্বীকার
২.
উৎসব পুড়ে গেল।
বাড়বানল থেকে তুলে রাখলাম
কিছু মৃত অঙ্গার
৩.
মণ্ডপের কোনায় দাঁড়িয়ে থাকা
কলাবৌয়ের আনত শরীরে
গতকাম নারীটির
ধুনুচি নৃত্যের আঁচ
৪.
সিঁদুর লেপা ঢাকের গায়ে
কাঠির তীব্র আস্ফালন
উফ্ফ্ফ্ফ শব্দে,
কান ফেটে যায়...
৫.
সমস্ত ভুলের ভেতর জেগে থাকে দীর্ঘরাত
একক অরণ্যে
এসব হিংস্রতার পাশাপাশি
মর্মর পাতার শব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন