.............মানবতার সন্ধানে..........
কলম থেকে ধর্ম আজ নীর্বাসিত হোক,
মানুষ "মানুষ" হয়েই আবার বেঁচে উঠুক,
চাই না ধর্মের নামে "মা" "বোন"আমার ধর্ষিত হোক,
" মা" "বোন"বেঁচে থাকা চাই;ধর্ম মরুক,
মানুষ " মানুষ "হয়েই আবার বেঁচে উঠুক!
হিন্দু মুস্লিম ত নয়,মা'যে আমার গর্ভধারিণী,
বোন আমার কেন কলুষিত হয়,পরম আদরিণী ?
আমার ব্যাথায়,কাঁদে কি ধর্ম আমার;
কাঁদে বোন আমার,কাঁদে " মা" জননী,
চাণ্ডাল'রা খুলে বসেছে ধর্মের দোকান,
ভক্তেরা লুকোয় ভয়ে,হাসে শয়তান,
ওরা বেচে হিংসা,ভয় আর অসুর'পুরাণ,
পথে ঘাটে লুটে তাই "মা" বোনের মান,
ওরা হিন্দু ত নয়ই,নয় মুসলমান!
আর ধর্ম নয়,গাহি মানবতার গান,
ঐক্য দিয়ে রুখে দিই,শয়তানের অভিযান,
"মা" বোনেরা ফিরে পাক হারানো সম্মান,
ধর্মের নামেই পৃথিবী আজ হয়েছে শ্মশান,
মানব প্রেমে শত ধর্ম, করি বলিদান!!
লিখেছেন
..................সুজা মজুমদার....................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন