।। শুভদীপ দেব।।
রোদ পোহাতে পোহাতে জানতাম
এই রোদ আর
গায়ে লাগবেনা !
মিস ফিলিং হয়ে যাওয়া বৃষ্টির জল যেমন জানে,
মাকাল মরুভূমির দিকে...
যেতে নেই !
স্থানিক সূর্য,
মেঘে ঢেকে গেলে...
কান্নায় চটকে যেত পাখিদের কাজল,
কেননা পাখিরাও জানত,
করুণ ডানা ঝলসে গেলে,
হাসি উঠবে কার কার !
এভাবেই চলতঃ মুলতঃ
শুভ,আমার আর পৃথিবীর
ড্রাগন এনালাইসিস !
রোদ পোহাতে পোহাতে জানতাম
এই রোদ আর
গায়ে লাগবেনা !
মিস ফিলিং হয়ে যাওয়া বৃষ্টির জল যেমন জানে,
মাকাল মরুভূমির দিকে...
যেতে নেই !
স্থানিক সূর্য,
মেঘে ঢেকে গেলে...
কান্নায় চটকে যেত পাখিদের কাজল,
কেননা পাখিরাও জানত,
করুণ ডানা ঝলসে গেলে,
হাসি উঠবে কার কার !
এভাবেই চলতঃ মুলতঃ
শুভ,আমার আর পৃথিবীর
ড্রাগন এনালাইসিস !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন