(২৫ জানুয়ারী national voter day, ভাবলাম কিছু একটা লিখব কিন্তু কিছুই আসছিল
না।
অবশেষে সিলেটিতে প্রথম লেখার চেষ্টা। পুরোপুরি সিলেটি হল কিনা জানিনা।
--পঙ্কজ)
দাদা দিদিরে কইতরা
রসাইয়া গান বান্দিছইন
হুরুত্তাইনতে নাচিতরা।
ইবার দাদায় ভোট দিতা নায়
দিদিয়েও গাইতরা অউ গান
নেতামাশয় নাছোড়বান্দা
ভোট লাগবউ তান।
বছরে বছরে ভোট দিয়া
লাব অয়না কুনতা
বেড়ায় ধান খাইলায়
দুখ কিগুয়ে হুনতা।
নেতায় কইতরা লাস্ট চান্স
দিয়া দেখিলাও তানরে
দিদিয়ে কইতরা হেসর দাও অ
মারিয়া খাইতায় হকলে।
মিঠা কথা বউত হুনছি
পাইছি হাওয়াত বউত্তা
যেতা দিবার আগে দিলাও
হেষে করমু করার যেতা।
গণতন্ত্র বাতাসে লড়ের
লাগছে টেকার খেলা
ভোট দেওয়াত একজনও নাই
টেকায় মিলে মেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন