“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩

মধ্যযুগ


                                                           অমিতাভ দেব চৌধুরী























লোর জাহাজ এসে লেগেছিল ভোরের বন্দরে ।
শতেক পশরা তার । কেউকেউ কিনেছিল, কেউ
ফিরিয়ে নিয়েছে মুখ । কেননা তাদের স্বপ্নে ঢেউ:
ভিড়েছে বাণিজ্যতরী ।মাঝি তার শাদা ত্বক পরে ।

বাণিজ্যতরীর থেকে কিনে নিল যে সুসমাচার
সে বলল, ও জাহাজে আলো নয়, অন্ধকার শুধু ।
'অন্ধকার যুগ' লিখে লিখে বহু ভাবচোর মধু
করল ঘরে জমা ।অন্ধযুগ করে আলোর বিচার ।

আমি জানি, ও জাহাজে আলো আর ছিল লক্ষ গান
কেন না সে যুগ জানত কথা বলতে সুরে। তাই তার
কবিতায় সুর ছিল, সুর ছিল আখ্যানেও ।দ্বার
খোলা থাকত এমনকী অনুবাদ-পৃথিবীরও--- তান,

মীড়ের আকাশ-তলে । আমরাই গেছি ভুলে গাওয়া ।
সুরহীন আমাদের সেই শুরু অন্ধকার-বাওয়া ।

(c) Picture:ছবি

কোন মন্তব্য নেই: