শহিদ তর্পন দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গোষ্ঠীর সভাপতি সুজয় রায় |
কুমার অজিত দত্ত |
ড০ অপূর্ব ভাস্কর গগৈ |
উদ্বোধনী সঙ্গীত ছাড়াও দু’জন শিশু শিল্পী আরো একটি সমবেত সঙ্গীত পরিবেশন করেন ‘আমি বাংলায় গান গাই’। শিশু শিল্পী পৌষালি কর গান করেন ‘তেলের শিশি ভাঙল বলে খুকুর ‘পরে রাগ করো’; অমৃত রাজখোয়া গাইলেন ‘চির চেনেহি ভাষা জননী’ সুবিখ্যাত অসমিয়া গান। জীবন সরকার দুটি লোকগান এবং অসীম দত্ত পরিবেশন করেন দু’টো গণ সঙ্গীত। দু’টি নাচ পরিবেশন করেন শিশু শিল্পী কাশ্মীরি দেবী, এবং স্বাগতা পাল। অচিন্ত্য কুমার সেনগুপ্তের কবিতা ‘উদ্বাস্তু’ আবৃত্তি করে শোনান সৌমেন ব্যানার্জী। নিজের লেখা হিন্দি কবিতা পড়ে শোনান কৃষ্ণ উপাধায়, অসমিয়া কবিতা পড়ে শোনান মালবিকা দাস হাজরিকা, তৃপ্তি দাস, টমাস সনোয়াল। বাংলা কবিতা পড়ে শোনান নীলদীপ চক্রবর্তী, নৃপেন শিকদার, পার্থসারথি দত্ত, দীপেশ শুর, মানব রতন মুখোপাধ্যায়, ভানু ভূষণ দাস প্রমুখ।
বিকেল তিনটা থেকে শুরু হয়ে ছটাতে অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানান সবিতা দেব নাথ। গোটা অনুষ্ঠানের সঞ্চালনাতে ছিলেন ত্রিদিব দত্ত ভারত বন্ধের মধ্যেও শ’খানিক স্রোতার উপস্থিতি ছিল বেশ সন্তোষজনক। শহরের মাঝখানে, কিন্তু দুর্গাবাড়ির ভেতরে নয়-- বাইরের খোলা চৌহিদ্দিতে মঞ্চ সাজানো হবার ফলে পথ চলতি অনেকে এসেও দাঁড়িয়ে পড়েন। ডিগবয় থেকে ‘উত্তরণ’ কাগজের তিন সম্পাদক --পার্থসারথি দত্ত, দীপেশ শুর, মানব রতন মুখোপাধ্যায়, এসেও আলাদা মাত্রা যোগান অনুষ্ঠানে। ফলে অনুষ্ঠানের শেষে কুমার অজিত দত্তকে ঘিরে রাত সাড়ে আটটা অব্দি লেখক, সম্পাদকদের আড্ডা ছিল তিনসুকিয়া শহরে বহু বছর পরে এক ভালো অভিজ্ঞতা। পরদিনও তিনি ছিলেন শহরে। সেদিনেও শহরের সাহিত্য কর্মীদের মধ্যে আড্ডার আবহ প্রবাহিত হয়। আশা করা যাচ্ছে এর রেশ বহুদিন তাজা থাকবে। এবং নতুন ভাবে ভাবাবে এখানকার সাহিত্য কর্মীদের। এবারের একুশের অনুষ্ঠানের এটাই মনে হয় সব চাইতে বড় অর্জন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সব ক'টি ভিডিও এক সঙ্গে দেখতে পাবেন, একের পরে এক। ক্লিক করুনঃ
***********************************************************
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সংবাদে 'উজানে'র অনুষ্ঠান
***************************************************************
দৈনিক যুগশঙ্খ, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৩ |
ছোটদের জন্যে 'উজানে'র বিশেষ ক্রোড়পত্র। ক্লিক করুন, বড় করুন। সেভ করুন। পড়ুন।
*************************************************************
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রাজ্যের অন্যত্র ২১শের অনুষ্ঠানের সংবাদ
***********************************************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন