“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

'উজানে'র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত তিনসুকিয়াতে




শহিদ তর্পন দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গোষ্ঠীর সভাপতি সুজয় রায়
প্রতিবছরের মতো এবারেও উজান সাহিত্য গোষ্ঠী,র উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি, ২০১৩ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়ে গেল তিনসুকিয়াতে। স্থানীয় দুর্গাবাড়ি চৌহিদ্দিতে বিকেল তিনটা নাগাদ শহিদ তর্পন দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গোষ্ঠীর সভাপতি সুজয় রায়। তাঁর সঙ্গে যোগ দেন অন্যান্য সদস্য সদস্যারা এবং উপস্থিত সুধীজন। সঙ্গে সদস্যরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন আব্দুল গাফফার চৌধুরী রচিত সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। শিল্পী ছিলেন রূপা  পাল, জীবন সরকার, বর্ণালী চৌধুরী এবং রতন দেব (তবলাতে)।

  

                
কুমার অজিত দত্ত
ড০ অপূর্ব ভাস্কর গগৈ
          বহুভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দু’জন অতিথি বক্তার বক্তৃতা দিয়ে সাজানো হয় গোটা অনুষ্ঠান। একজন কুমার অজিত দত্ত। তিনি তিনদশকেরও বেশি সময় ধরে গুয়াহাটি থেকে প্রকাশিত নিয়মিত ছোট কাগজ ‘একা এবং কয়েকজনে’র অন্যতম সম্পাদক, তার উপর অসমের একজন সুপরিচিত কবি-গল্পকার এবং ঔপন্যাসিক। তিনি বলেন পূর্বোত্তর তথা বাকি ভারতে ছোট কাগজের ইতিবৃত্ত এবং সেরকম কাগজের দরকারটা নিয়ে। যদিও ১৯৫৩তে ব্রহ্মপুত্র উপত্যকার প্রথমদিককার ছোটকাগজ ‘মরসুমী’ দিয়ে তিনসুকিয়াতে ছোট কাগজের যাত্রা শুরু তবু  স্রোতাদের কাছে এই ইতিবৃত্তগুলো ছিল নতুন। অন্যজন ড০ অপূর্ব ভাস্কর গগৈ তিনসুকিয়া মহাবিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক, তাঁর আগ্রহের বিষয় ভাষা, অর্থনীতি তথা সমাজবিজ্ঞান। উজান অসমের অসমিয়া ছোট কাগজগুলোর তিনি নিয়মিত লেখক এবং সুবক্তা। তিনি এদিন মাতৃভাষাগুলো তথা ভারতীয় সমাজের বহুভাষিক চরিত্র এবং সাম্রায্যবাদের ভূমিকা নিয়ে গুরু গম্ভীর অথচ সরস বক্তব্য উত্থাপন করেন। বক্তৃতা শুরুর আগে কুমার অজিত দত্তেকে ফুলাম গামছা পরিয়ে এবং একটি সরাই উপহার দিয়ে বরণ করেন ‘উজান’ কাগজের সম্পাদিকা সবিতা দেব নাথ। এর পরে তিনি উন্মোচন  করেন এদিন প্রকাশিত শিশুদের জন্যে ‘উজানে’র বিশেষ ক্রোড়পত্র। অপূর্ব ভাস্করকে বরণ করেন সংগঠনের সহ-সভানেত্রী নিহারিকা দেবী। সংগঠনের সদস্য সুশান্ত কর স্রোতাদের কাছে পরিচয় করিয়ে দেন বক্তাদের।

       উদ্বোধনী সঙ্গীত ছাড়াও  দু’জন শিশু শিল্পী আরো একটি সমবেত সঙ্গীত পরিবেশন করেন ‘আমি বাংলায় গান গাই’। শিশু শিল্পী পৌষালি কর গান করেন ‘তেলের শিশি ভাঙল বলে খুকুর ‘পরে রাগ করো’; অমৃত রাজখোয়া গাইলেন ‘চির চেনেহি ভাষা জননী’ সুবিখ্যাত অসমিয়া গান। জীবন সরকার দুটি লোকগান এবং অসীম দত্ত পরিবেশন করেন দু’টো গণ সঙ্গীত।  দু’টি  নাচ পরিবেশন করেন শিশু শিল্পী কাশ্মীরি দেবী, এবং স্বাগতা পাল।  অচিন্ত্য কুমার সেনগুপ্তের কবিতা ‘উদ্বাস্তু’ আবৃত্তি করে শোনান সৌমেন ব্যানার্জী। নিজের লেখা হিন্দি কবিতা   পড়ে শোনান কৃষ্ণ উপাধায়, অসমিয়া কবিতা পড়ে শোনান মালবিকা দাস হাজরিকা, তৃপ্তি দাস, টমাস সনোয়াল। বাংলা কবিতা পড়ে শোনান নীলদীপ চক্রবর্তী, নৃপেন শিকদার, পার্থসারথি দত্ত, দীপেশ শুর, মানব রতন মুখোপাধ্যায়, ভানু ভূষণ দাস প্রমুখ।

     বিকেল তিনটা থেকে শুরু হয়ে ছটাতে অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানান সবিতা দেব নাথ। গোটা অনুষ্ঠানের সঞ্চালনাতে ছিলেন ত্রিদিব দত্ত  ভারত বন্ধের মধ্যেও শ’খানিক  স্রোতার উপস্থিতি ছিল বেশ সন্তোষজনক। শহরের মাঝখানে, কিন্তু দুর্গাবাড়ির ভেতরে নয়-- বাইরের খোলা চৌহিদ্দিতে মঞ্চ সাজানো হবার ফলে পথ চলতি অনেকে এসেও দাঁড়িয়ে পড়েন। ডিগবয় থেকে ‘উত্তরণ’ কাগজের তিন সম্পাদক --পার্থসারথি দত্ত, দীপেশ শুর, মানব রতন মুখোপাধ্যায়, এসেও আলাদা মাত্রা যোগান অনুষ্ঠানে। ফলে অনুষ্ঠানের শেষে কুমার অজিত দত্তকে ঘিরে রাত সাড়ে আটটা অব্দি লেখক, সম্পাদকদের আড্ডা ছিল তিনসুকিয়া শহরে বহু বছর পরে এক ভালো অভিজ্ঞতা। পরদিনও তিনি ছিলেন শহরে। সেদিনেও শহরের সাহিত্য কর্মীদের মধ্যে আড্ডার আবহ  প্রবাহিত হয়। আশা করা যাচ্ছে এর রেশ বহুদিন তাজা থাকবে। এবং নতুন ভাবে ভাবাবে এখানকার সাহিত্য কর্মীদের। এবারের একুশের অনুষ্ঠানের এটাই মনে হয় সব চাইতে বড় অর্জন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সব ক'টি ভিডিও এক সঙ্গে দেখতে পাবেন, একের পরে এক। ক্লিক করুনঃ
***********************************************************


                                         



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সংবাদে 'উজানে'র অনুষ্ঠান
***************************************************************


 
দৈনিক যুগশঙ্খ, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৩

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 ছোটদের জন্যে 'উজানে'র বিশেষ ক্রোড়পত্র। ক্লিক করুন, বড় করুন। সেভ করুন। পড়ুন।
*************************************************************

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রাজ্যের অন্যত্র ২১শের অনুষ্ঠানের সংবাদ
***********************************************************







কোন মন্তব্য নেই: