।। লক্ষ্মণ কুমার ঘটক।।
ঘাসের ডগায় যে শিশিরবিন্দু টলটল করে,
সে কি জানে তার অস্তিত্ব আলোর সঙ্গে জড়িত।
আলো আর শিশির সবসময় উপর থেকেই নামে,
ঘাস সবকালেই নীচে।
শিশিরবিন্দুগুলি ঘাসের খোঁজেই নামে
বসে, আদর করে, গান গায়,
তারপর আবার চলে যায় স্বজনের কাছে।
শিশিরের আদরে আদরে
ঘাস ভুলে যায়
নিজের ইতিকথা,
ভুলে যায় যে,
সম সবসময়ই নীচেই জন্মায়,
নীচেই হারিয়ে যায়।
(c) ছবিঃ Picture
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন