“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৬ মে, ২০১২

খতিজা বুয়ার দেশত্যাগ। একটি গল্প

                                                                                                                         (সৌজন্যঃছবি)
    (২০১১ সালে গল্পের বই বেরিয়েছিল, 'সদানন্দের অসুখবিসুখ', তাতে ছাপা হয়েছিল এই গল্পটি। গল্পটি আপনি কম্পিউটারের থেকে নামিয়ে নিতে পারেন। দলিলের উপরে একেবারে ডানে দেখুন বোতাম আছে। তার ঠিক বায়েই যে বোতাম রয়েছে সেটি টিপে আপনি না নামিয়েও পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। আপনার দরকার পড়তে পারে, ফ্লাস প্লেয়ারের। সেটিও নামিয়ে নিন এখান থেকে। ) 




খতিজা বুয়ার দেশত্যাগ -

                                                                                                                                                                               

২টি মন্তব্য:

Biplob Rahman বলেছেন...

এক টানে পড়লাম। গ্রামীন সমাজ বাস্তবতার চমৎকার ঠাস বুননের গল্প।...কিন্তু গল্পের শেষাংশের চমকটুকু নিস্প্রোয়জন বলে মনে হয়েছে। খুব সম্ভব এটিই গল্পটির সবচেয়ে দুর্বল দিক। এছাড়া খাতিজা বুয়া=খাদিজা বিবি হলেই ভালো হতো।...
এরপরেও এই লেখাটি অনেকদিন আমাকে ভাবাবে। ধন্যবাদ।

সুশান্ত কর বলেছেন...

হ্যা, আমিও একটানেই পড়েছিলাম গল্পটা। আপনার পরামর্শের জন্যে এবং ব্লগ ভ্রমণের জন্যে ধন্যবাদ! বাকিটুকু লেখক বলবেন, আশা করি।