“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২০ মে, ২০১২

উনিশ যখন আসে


















সেদিন হঠাৎ চলন্তিকার পড়লো খোঁজ
আসলে উনিশ আসছে তো
কবিতা লিখতে হবে, বাঙ্গালী না?
পাছে, বানান ভুল হয় যদি...
তাই চলন্তিকার খোঁজ
কাগজে দিতে পারলেই যথেষ্ট
ব্যস, দায়িত্ববোধ টা এতেই সারা
ওদের কিংবা ওদের ভাষার প্রতি।
সময় পেলে না হয় একবার
শহীদ বেদীতেও যাব, মালা পরাতে
ওদের আত্মা বুঝি ঐ খানটায় আসে
আমাদের গাল ভরা শপথ শুনতে,
উনিশের শপথ।
ও হ্যাঁ, যাওয়া বোধ হয় হবে না
আমাকে যে আবার মালা পরাতে হবে
"মিস বরাকের" গলায়, ঐ দিন ই তো !!!

কোন মন্তব্য নেই: