সেদিন হঠাৎ চলন্তিকার পড়লো খোঁজ
আসলে উনিশ আসছে তো
কবিতা লিখতে হবে, বাঙ্গালী না?
পাছে, বানান ভুল হয় যদি...
তাই চলন্তিকার খোঁজ
কাগজে দিতে পারলেই যথেষ্ট
ব্যস, দায়িত্ববোধ টা এতেই সারা
ওদের কিংবা ওদের ভাষার প্রতি।
সময় পেলে না হয় একবার
শহীদ বেদীতেও যাব, মালা পরাতে
ওদের আত্মা বুঝি ঐ খানটায় আসে
আমাদের গাল ভরা শপথ শুনতে,
উনিশের শপথ।
ও হ্যাঁ, যাওয়া বোধ হয় হবে না
আমাকে যে আবার মালা পরাতে হবে
"মিস বরাকের" গলায়, ঐ দিন ই তো !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন