“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৩ মে, ২০১২

একা ও মণিমালা


মণিমালা-১৯












ভাব নিয়ে ভাবছি যখন -তোমার কথা ভাবছি না,
গদ্য গুলো উদাস হলো- পদ্য গুলো আসছে না।
সবুজ সাথীর দিন গুলো নেই-হলো কত রূপান্তর ,
সে সব দিন উদাস পাগল –আজ যদি ও অবান্তর ।
 সময় আমার বদলে গেছে –নেই রেডিও গ্রামোফোন ,
নিওন আলো তেজ হারানো – তারার আকাশ আপনজন ।
উপকরণ সব সাজানো- পসরা মোড়া সুখের ঘর ,
মন শুধু সব হারানো- বোকা একা স্বার্থপর ।
তবু রাখি মনিমালা দ্বীপ জ্বেলে ঘরে-
একা শুধু বসে থাকি- ব্যর্থ কোজাগরে 


                                                   (c) ছবি

কোন মন্তব্য নেই: