যাযাবর :
চন্দ্রানী পুরকায়স্থ পিংকি
আবার সূর্যাস্তের মুখোমুখি
,
বরাক- লুইতের ঢেউয়ে ঢেউয়ে তারই ছায়া।
সমন্বয়ের সুতোর বিচ্ছুরণ ।
মানুষ মানুষের জন্য বলে ডেকে উঠা,
সেই সুধাকণ্ঠ,আজ চিরশান্ত ।
মহেশ, গফুর, আমিনা,
অসহায় দৃষ্টি তে আকাশ পানে তাকায়,
তাদের হয়ে কথা বলা কণ্ঠ ,
আজ ইতিহাসের এক অধ্যায়।
তবে চাতকের চোখে আজও ভাসা ভাসা আশা,
হয়তো মেঘ হয়ে ঝরে পড়বে সেই কণ্ঠ,জীবনের খরায়।
গঙ্গা-পদ্মা-লুইতের জলে তারই আহ্বান,
গঙ্গা- পদ্মা দুই মায়েরই অশ্রুধারায়,
হারানোর আকুলতা।
পথের টানে পথকেই ঘর করা
,
যাযাবর আজ অনন্ত যাত্রা পথে।
তবে, তার পদচিহ্ন রয়ে গেছে মানুষের অন্তরে অন্তরে।
,
বরাক- লুইতের ঢেউয়ে ঢেউয়ে তারই ছায়া।
সমন্বয়ের সুতোর বিচ্ছুরণ ।
মানুষ মানুষের জন্য বলে ডেকে উঠা,
সেই সুধাকণ্ঠ,আজ চিরশান্ত ।
মহেশ, গফুর, আমিনা,
অসহায় দৃষ্টি তে আকাশ পানে তাকায়,
তাদের হয়ে কথা বলা কণ্ঠ ,
আজ ইতিহাসের এক অধ্যায়।
তবে চাতকের চোখে আজও ভাসা ভাসা আশা,
হয়তো মেঘ হয়ে ঝরে পড়বে সেই কণ্ঠ,জীবনের খরায়।
গঙ্গা-পদ্মা-লুইতের জলে তারই আহ্বান,
গঙ্গা- পদ্মা দুই মায়েরই অশ্রুধারায়,
হারানোর আকুলতা।
পথের টানে পথকেই ঘর করা
,
যাযাবর আজ অনন্ত যাত্রা পথে।
তবে, তার পদচিহ্ন রয়ে গেছে মানুষের অন্তরে অন্তরে।
২টি মন্তব্য:
দারুণ লিখেছো চন্দ্রানী!
ধন্যবাদ দাদা
একটি মন্তব্য পোস্ট করুন