“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

শিশু দিবস হোক শিশুদের স্বাধীনতার দিন, মুক্তির দিন

ছেলেবেলা ভাবতাম, বড়রা বোধহয় দুষ্টুমি করে না, মিথ্যে বলে না, মারামারি করে না। তা নাহলে তারা এতো শাসন করবেন কেন? এখন বড়হয়ে দেখি বড়দের মতো বজ্জাত, নিষ্ঠুর, মিথ্যেবাদি প্রজাতি এই মানব সভ্যতার  কলঙ্ক! লজ্জা! আমি তাই আমার মেয়েকে শাসন করিনা। কেউ করছে দেখলে আমার পিত্তি জ্বলে! বড়দের বদমায়েসির একটা সীমা থাকা চাই। শিশু দিবস হোক শিশুদের স্বাধীনতার দিন, মুক্তির দিন। এই পৃথিবী হয়ে উঠুক 'বড়দের শয়তানি মুক্ত' নবজাতকের বাসযোগ্য ভূমি।

কোন মন্তব্য নেই: