ফেসবুকের সঙ্গে পাল্লা দিয়ে পুরোনো মেইল সেবা যারাই দিতো সেই ইয়াহু, রেডিফ , জি-মেল সবাই নিজেকে কিছু না কিছু পাল্টেছে। তবে এর মধ্যে সবাইকে মনে হয় টেক্কা দিচ্ছে গোগোল মেইল। ইতিমধ্যে আপনার মেইলগুলোর ভিড়ে যাতে কাজের গুলো না হারিয়ে যায় তার জন্যে প্রাইমারি, সোসিয়েল এবং প্রমোশনস বলে তিনটে থাক নিজেই করেছে। ইচ্ছে করলে একেবারে ডানের একটি + চিহ্ন দেখে ওতে টিপে আপনি নিজেও থাক করতে পারেন। সম্প্রতি তার মেনু তালিকার চেহারাও কিছু পালটে দিল। আগের মতো উপরে বাঁদিক থেকে যে তার বিভিন্ন উৎপন্নের ( প্রডাক্টের ) একগুচ্ছ মেনু দেখাতো, এখন আর দেখাবে না। বিশেষ করে হোম পেজে। এখন দেখাবে একেবারে ডানে । সেখান থেকে আপনি ব্লগে যাবেন কী করে? আমাদের ঈশান ভারতের বন্ধুরা এমনিতেই প্রযুক্তির ব্যবহারে বাকিদের থেকে কিছু পিছিয়ে। তাদের পক্ষে এবারে ব্লগার খুঁজে পাবার পুরোনো পথ আর কাজে দেবে না। তাই, ভাবলাম নতুন পথের হদিশটা দিয়ে রাখি। উপরের ছবিটা দেখুন। লাল সরল রেখাতে চিহ্নিত বাক্সের ভেতরে নটা চৌকোণা দেখুন ডানে। এতে ক্লিক করলে লুকোনো মেনু বেরিয়ে পড়বে নিচের ছবির মতোঃ
এবারেও লাল চতুর্ভূজের ভেতরে দেখুন ইংরেজিতে More লেখা রয়েছে। আগের মতো। এতে মাউস টিপুন, নিচের ছবির মতো পাতা খুলবেঃ
ব্লগার দেখতে পাচ্ছেন? এবারেই সেই লাল বাক্সে চিহ্ন দিয়ে রেখেছি। ওতে টিপুন। আপনি পৌঁছে যাবেন আপনার ড্যাসবোর্ডে। সেখানে ঈশানের পুঞ্জমেঘ সহ আপনার সবক'টা ব্লগ দেখাবে পর পরেঃ
এবারে আপনি জানেন কী করতে হবে। লাল বাক্সের ভেতরে যে কমলা রঙের বাক্সটি আছে, সেখানে পেন্সিলের ছবি দেখছেন। টিপুন এখানে। নতুন পোষ্ট লিখতে পারবেন আগের মতোই। বাকি বোতামগুলোও সব টেপাটেপি করতে থাকুন। আপনি অভিজ্ঞ হবেন। অন্যথা বাকি বাংলার বন্ধুরা সব সময়েই আপনাকে টেক্কা দিতে থাকবেন। প্রযুক্তির জন্যে আপনি সব সময়েই পরনির্ভরশীল থেকে যাবেন। আশা করছি, এবারে আপনার কাজটি কঠিন হবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন