“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩

বাংলা আমার মায়ের ভাষা খোদার সেরা দান

( ৫ অক্টোবর, ১৩ বিকেলে তিনসুকিয়ার ছোট কাগজ "উজানের' উন্মোচন অনুষ্ঠানে এই গানটি গাইবে আমার কন্যা পৌষালী। গানের কথাটা কোথাও পেলাম না বলে নিজেই শুনে শুনে লিখে নিলাম। দুই এক জায়গাতে শোনার ভুলের জন্যে ভুল কথা লিখেও থাকতে পারি। যেমনঃ "গুণা-লেখা যায় কি বলো মুর্ধ্যণ্য- ণ না হলে।' বাক্যের প্রথম শব্দটি অনুমান করে নিতে হয়েছে। কেউ যদি ধরিয়ে দেন পরে শুধরে নেয়া যাবে। তবু গানের কথাটা নেটে এলো। ইচ্ছে করলে যে কেউ তুলে নিয়ে পারেন।   প্রান্তী আর হৃদ্য এবং এদের সহযোগিদের গাওয়া মূল ভিডিওটিও নীচে সঙ্গে রইল।--সুশান্ত কর)
                                                           
                                                                  কথাঃ মজিবুর রহমান মনজু
                                                                                        সুরঃ লুৎফর হাসান। 

র্ণমালার গান শোনাবো, বর্ণমালার গান। 
বাংলা আমার মায়ের ভাষা খোদার সেরা দান।।
বর্ণমালার গান শোনাবো...

ক-নিয়েছে কাগজ কলম, খ-খুশিতে খুন।
গ-এর গলায় মিষ্টি গানে ঘ- দিয়েছে ঘুম।। 
ঙ-দিয়ে বেঙ লিখেছি, চ-এ কারে চেয়ার।
ছ-এ ছেলে ছোট্ট বলে কেউ করে না কেয়ার।। 
বর্গীয় জ-র জামা জুতো, ঝ- রেঁধেছে ঝোল। 
ঞ বসে মিঞার পরে, ট-এ টোপি গোল।। 

বর্ণগুলো বর্ণতো নয় বাংলাদেশের প্রাণ।। 
বাংলা আমার মায়ের ভাষা খোদার সেরা দান।।

ঠ-এর ঠোঁটে মিষ্টি হাসি, ড-এর হাতে ডাব।
ঢ-এ ঢাকা শহর বাড়ছে গাড়ির চাপ।।
গুণা-লেখা যায় কি বলো মুর্ধ্যণ্য- ণ না হলে।
ত-এর হাতে তেঁতুল বিচি, থয়ের হাতে থলে।। 
দ-দাদুকে দৈ দিয়েছে, ধ-এ ধানের খৈ। 
দন্তন্য- ন আর নানা-নাতি নামাজ পড়ে ওই ।।

বর্ণগুলো বর্ণতো নয় বাংলাদেশের প্রাণ।
বাংলা আমার মায়ের ভাষা খোদার সেরা দান।।

প লিখেছে পাতায় পাতায়, ফ লিখেছে ফুল। 
ব দিয়েছে বড্ড ব্যথা, ভ করেছে ভুল।। 
ম-কে দেখে মামা-মামি জাগে যতন করে। 
রাতের রানির সাথে ল-এ লাঠি ধরে।। 
ড-এর পরে ড-বিন্দু লেখা হয় যে বড়।
ঢ –বিন্দু গাঢ় করলে দেখায় বড়সড়।।

বর্ণগুলো বর্ণতো নয় বাংলাদেশের প্রাণ।।
বাংলা আমার মায়ের ভাষা খোদার সেরা দান।।

বর্ণমালার গান শোনাবো...

কোন মন্তব্য নেই: